Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হজরত মালেক-উল-গাউস (রঃ) মাজার শরিফ
Location
ঐতিহাসিক গড়াইটিপি অম্রবুচী মেলার মাঠ ,গড়াইটিপি,তিতুদহ ইউনিয়ন,চুয়াডাংগা।
Transportation
সরাসরি জেলা সদর হতে খাড়া পূর্ব দিকে বাস,মিসুক,ইজিবাইক এর মাধমে সরোজগঞ্জ বাজার, সরোজগঞ্জ বাজার হতে দক্ষিণ দিকে ১০.০০ কিলোমিটার দূরে কালুপোল ও খাড়াগোদা বাজার হয়ে ঐতিহাসিক গড়াইটিপি অম্রবুচী মেলার মাঠে গেলে মাজারে পৌছে যাবে।
Details

কোন এক সময় বর্ণিত দর্শনীয় স্থানে সূফি দরবেশ হজরত মালেক-উল-গাউস (রঃ) তার আস্তানা গড়ে তুলে ইসলাম প্রচার শুরু করেন। তার জনপ্রিয়তায় ক্ষুদ্ধ হয়ে রাজা গৌরগবিন্দ তাকে বিতারিত করার জন্য চেষ্টা চালাতে থাকে এর মধ্যে রাজার মেয়ে অম্রবুচী নিজেই ইসলাম ধর্ম গ্রহন করেন। ইহাতে রাজা আর ও বেশি ক্ষুদ্ধ হয় এবং তাকে চিরতরে মারার জন্য তার বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করেন। অলৌকিক ক্ষমতার অধিকারী দরবেশকে তার সৈন্য বাহিনী মারতে ব্যার্থ হয়, উপরোন্ত রাজার সৈন্য বাহিনী মারা যায় এবং রাজার রাজপ্রাসাদ মাটির নীচে বিলীন হয়ে যায়। যার ধবংসাবশেষ এখনও কালের সাক্ষি হয়ে অত্র ইউনিয়নের কালুপোল গ্রামে দর্শনীয় হয়ে আছে। এর কিছু দিন পর দরবেশ মালেক-উল-গাউস (রঃ) ইহলোক ত্যাগ করেন।