Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

ক.চাহিত সেবা/ তথ্য পেতে উপজেলার সঙশ্লিষ্ট দপ্তরে লিখিত বা মেৌখিক ভাবে অনুরোধ করতে হবে।

খ. দপর হতে অনুরোধের বিষয় দপ্তর প্রধানের নিকট উপস্থাাপিত হবে।

গ. দপ্রর প্রধান অনুরোধের বিষয়টি নিজে  বা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা পরিষদ চেয়ারম্যান বা জেলা প্রশাসক বা উপযুক্ত কর্তপক্ষের মাধ্রমে

    প্রদানের বা নিষ্পত্তির ব্যবস্থা নিবেন।

 

সেবার তালিকা

১। ইউনিয়ন পরিষদ সমূহের যাবতীয় কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন।

২। গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণসংক্রামত কার্যক্রম বাস্তবায়ন।

৩। উপজেলা সার ও বীজ বিভাজন।

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন।

৫।শিক্ষাবিষয়ক সহায়তা প্রদান/ বই বিতরণ/ ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান।

৬। মাধ্যমিক শিক্ষাকমিটির সভা আহবান ও সিদ্ধান্ত বাস্তবায়ন।

৭। ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমি বন্টনের কার্যক্রম গ্রহন ও ভি, পি  সম্পতির লীজ নবায়ন।

৮। বিধবা ভাতা/ স্বামী পরিত্যাক্তা ভাতা/ বয়স্ক ভাতা প্রদান।

৯। জনস্বাস্থ্য বিষয়ক শতভাগ সেনিটেশন ও সুপেয় পানি সরবরাহের কার্যক্রম গ্রহন।

১০। এ,ডি,বি কার্যক্রম বাস্তবায়ন/ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কার্যক্রম বাস্তবায়ন।

১১। ২০ একর নিম্নের জলমহল ইজারা প্রদান ।

১২। ভি, জি,ডি প্রোগাম বাস্তবায়ন।

১৩। প্রতীবন্ধী বাছাই কার্যক্রম সম্পাদন।

১৪। বি,আর, ডি, বি / যুব উন্নয়ন দপ্তরে বিভিন্ন প্রকার ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়ন।

১৫। সার্টিফিকেট মামলা গ্রহন ও নিষ্পত্তি করণ।

১৬। সমবায় ও অশ্রায়ন/ আবাসনের ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়ন।

১৭। হাট বাজার ব্যবস্থাপনা