নাম | সংক্ষিপ্ত জীবনী | ছবি |
অতুলকৃষ্ণ সাহা | ১৯২১ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন অতুলকৃষ্ণ সাহা। বাবা রাখালচন্দ্র সাহা। ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় ঔপনিবেশিক শক্তি তাঁকে কারাদন্ড প্রদান করে। |
|
|
|
|
অনন্তহরি মিত্র | অনন্তহরি মিত্র ১৩১১ বঙ্গাব্দের (১৯০৬ খ্রিষ্টাব্দ) ২৪ পৌষ চুয়াডাঙ্গার বেগমপুর মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশ নেন। ১৯২৬ সালে অস্ত্র ও গোলাবারুদ মামলায় তার দশ বছর কারাদন্ড হয়। একই বছরে পুলিশের ডেপুটি সুপাররিনটেনডেন্ট ভূপেন চট্টোপাধ্যায় হত্যা মামলায় প্রমোদ চৌধুরীসহ তাকে ফাঁসি দেয়া হয়। |
|
|
|
|
অমিয়কুমার রায় | অমিয়কুমার রায়ের জন্ম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসান হাটি গ্রামে ১৯০৪ সালে। স্বাধীনতা সংগ্রামে নদীয়ার অগ্রণী নেতাদের মধ্যে অমিয়কুমার এর নাম উল্লেখযোগ্য। চট্টগ্রামে অস্ত্রাগার লুটের পর অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে তিনিও ১৯৩০ সালে গ্রেপ্তার হন। ১৯৪১ সালে তিনি নদীয়া জেলা কংগ্রেস এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। |
|
|
|
|
আকরাম আহমেদ, বীরোত্তম | ১৯৪৬ সালের ৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মেজবাহ উদ্দিন আহমেদ ও মা মাফিয়া খাতুন। চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের বাসিন্দা ছিলেন। ৩ ডিসেম্বর, ১৯৭১ সালে আকরাম আহমেদ সঙ্গীদের নিয়ে চট্টগ্রামে পতেঙ্গা তেল সংরক্ষণাগার ধ্বংস করে দেন। পাকিস্তানি বাহিনীর বিরম্নদ্ধে তিনি বীরোচিত বিমান হামলা পরিচালনা করে শক্র বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেন। একই বছরে তিনি এয়ারক্রাফটসহ ঢাকায় এসে পৌঁছান। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্যে তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। |
|
|
|
|
আসহাব-উল-হক | জন্ম ১৯২১ সালের ৪ঠা ডিসেম্বর। চুয়াডাঙ্গা শহরের আহম্মদ আলী জোয়ার্দ্দার ও হাজেরা খাতুন দম্পতির প্রথম পুত্র। ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ঢাকায় মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা পেশায় যুক্ত থাকেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে চুয়াডাঙ্গায় স্থানীয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে জনসমর্থন আদায়ের জন্য জাতিসংঘে পাঠানো প্রতিনিধি দলের সদস্য মনোনীত হয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ সফর করেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস